জলপাইগুড়ির মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ইস্ট হৃদয় পুর এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি চিতাবাঘের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে মোগলকাটা এবং তোতাপাড়া চাবাগানের সীমান্তবর্তী এলাকায় চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিতাবাঘটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। অনুমান করা হচ্ছে, গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি, মরাঘাট ও বানারহাট রেঞ্জের বনকর্মীরা পৌঁছেছেন।
গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতা বাঘের
শুক্রবার,০৮/০৪/২০২২
624