রিজার্ভ ব্যাঙ্ক,রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত


শুক্রবার,০৮/০৪/২০২২
468

রিজার্ভ ব্যাঙ্ক,রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রেখেছে। রেপো রেট অর্থাৎ আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা ৪ শতাংশে এবং রিভার্স রেপো রেট অর্থাৎ ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তা ৩.৩৫ শতাংশেই রাখা হয়েছে। শীর্ষ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি-এমপিসি-র বৈঠকের পর,আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আজ মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন।চলতি বছরে আর্থিক নীতি কমিটির এটিই প্রথম বৈঠক।গত ১০টি বৈঠকেও কমিটি, সুদের হার অপরিবর্তিত রেখে সামঞ্জস্যপূর্ণ আর্থিক নীতির অবস্থান বজায় রাখে।কোভিড-পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনের কারণে ২০২০ সালের ২২মে শেষবার রেপো রেটে কাটছাঁট করা হয়েছিল। তারপর থেকে, এই হার ৪ শতাংশেই রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট