এইমস হাসপাতালে চলতি বছরেই রোগী ভর্তির প্রক্রিয়া শুরু


শুক্রবার,০৮/০৪/২০২২
540

নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, এইমস হাসপাতালে চলতি বছরেই রোগী ভর্তির প্রক্রিয়া শুরু হবে। আজ ওই হাসপাতালে অ্যানুয়াল ডে সেলিব্রেশন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এইমস কল্যাণীর কার্যনির্বাহী অধিকর্তা ডাক্তার রামজি সিং জানিয়েছেন, বর্তমানে ওই হাসপাতালে ১৯ টি ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। চলছে বহির্বিভাগ বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। তবে, অন্তর্বিভাগ বা ইনপেশেন্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই চালু করার চেষ্টা চালানো হচ্ছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসা এবং ব্লাড ব্যাঙ্কের অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই অ্যানুয়াল ডে’ সেলিব্রেশনে প্রধান অতিথির ভাষণে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ডাক্তার সুহৃতা পাল বলেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটানোর প্রয়োজন রয়েছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এইমস কল্যাণীর প্রেসিডেন্ট ডাক্তার চিত্রা সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট