গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ রাজ্যের মধ্যে নদীয়া জেলা অগ্রণী ভূমিকা নিয়েছে। গত ২১- ২২ আর্থিক বছরে ১১ লক্ষেরও বেশি পরিবারকে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ইতোমধ্যেই ওই কাজে ১০ লক্ষ বাড়িতে জল দেওয়ার জন্য পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে । জল স্বপ্ন প্রকল্পের অধীন ৫ লক্ষ ৪৪ হাজার বাড়িতে ইতোমধ্যেই এই প্রকল্পের সুবিধা পৌঁছে গেছে। উল্লেখ্য নদীয়া জেলায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে।
গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি নল বাহিত পরিশ্রুত পানীয় জল
শুক্রবার,০৮/০৪/২০২২
633