রবিবার মানেই মাংস ভাত, এবার সঙ্গে সঙ্গে জামাকাপড়ও


রবিবার,০৩/০৪/২০২২
947

রবিবার মানেই মাংস ভাত। এ সপ্তাহে উপরি পাওনা নতুন জামা। দুলে পাড়ার দরিদ্র বাচ্চা গুলোর মুখে যেন সোনালি আভা। তাদের চোখে মুখে সেকি আনন্দ! তাঁতিগাছি প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনে রবিবার বাচ্চাদের মধ্যে জামাকাপড় প্রদান করা হয়। কলকাতা থেকে বাংলা জাগো টিভি চ্যানেলের আউটপুট এডিটর চয়নিকা ব্যানার্জী বাচ্চাদের জন্য জামাকাপড় পাঠান। তা এদিন তুলে দেওয়া হয় বাচ্চাদের হাতে। খুব খুশি বাচ্চারা। প্রতি রবিবারের মতন এদিনও মাংস ভাত খাওয়ানো হয় বাচ্চাদের। উপস্থিত ছিলেন প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের ফ্রি কোচিং সেন্টারের পরিচালক নবজিত বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট নৃত্য শিক্ষিকা রত্না নাগ, প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম পরিচালক বিকাশ ঘোষ প্রমুখ। প্রতি রবিবার বাচ্চাদের জন্য নিজের হাতে রান্না করে আনেন নবজিতবাবুর স্ত্রী। গরীব বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিয়ে তাঁর সব ক্লান্তি যেন ক্লান্তিই মনে হয় না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট