আজ শুক্রবার ১ লা এপ্রিল কলকাতার পিএসসি অফিসে পিএসসি চেয়ারম্যানের হাতে বাংলা পক্ষের তরফে স্মারকলিপি জমা করে বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাধ্যতামূলক ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবি করা হয়। WBCS মেইনস যাতে শুধুমাত্র ইংরেজিতে না হয়ে, বাংলাতেও হয় সেই দাবি জানানো হয়। এর আগে সকাল ১০.৩০ থেকে পিএসসি ভবনের সামনে বাংলা পক্ষের তরফে এই দাবিকে সামনে রেখে অবস্থান করা হয়।
বাংলা পক্ষের বিভিন্ন জেলার সহযোদ্ধারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বাংলা পক্ষের তরফে একটি প্রতিনিধি দল মাননীয়া চেয়ারম্যান পিয়ালী সেনগুপ্ত মহাশয়ার সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি এবং শীর্ষ পরিষদ সদস্য মন্ডল মন্ডল। পিএসসি চেয়ারম্যানের তরফে জানানো হয়েছে এই দাবি তিনি সরকারের কাছে পাঠিয়ে দেবেন, মূখ্য সচিবকে পাঠানো। বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত ১০০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক হয় ততদিন এই আন্দোলন চলবে এবং আগামী দিনের আন্দোলন আরো জোরদার হবে। দরকারে সংগঠনের তরফে নবান্ন অভিযান হবে, কারণ আইন বানায় সরকার। পিএসসি সেটা বলবৎ করে।
বাংলা ভাষার পরীক্ষা রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক করার দাবিতে রাজপথে বাংলা পক্ষ
শুক্রবার,০১/০৪/২০২২
1485