কেন্দ্র বিভিন্ন অসরকারি সংগঠন/বেসরকারি বিদ্যালয়/রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ অংশীদারিত্বে ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা করেছে তার প্রথম পর্যায়ে ২১টি স্কুল খোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে এই স্কুলগুলিতে পঠন-পাঠন শুরু হবে। সৈনিক স্কুল সোসাইটির আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুলগুলি গড়ে উঠবে। এই স্কুলগুলিতে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিটি ক্লাসের মোট শিক্ষার্থীর ৫০ শতাংশকে মেধার ভিত্তিতে প্রতি বছর ৪০ হাজার টাকা করে বৃত্তি দেবে। রাজ্যগুলির মোট জেলার সংখ্যার ওপর ভিত্তি করে কোন রাজ্যে কত সৈনিক স্কুল স্থাপন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উৎসাহী অসরকারি সংগঠন/বেসরকারি বিদ্যালয়/রাজ্য সরকারকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে সৈনিক স্কুল সোসাইটির সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করে নির্দিষ্ট নিয়মের ওপর ভিত্তি করে স্কুলগুলি গড়ে তোলা হবে।
Education News: ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার
সোমবার,২৮/০৩/২০২২
711