নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ ফোরাম আগামীকাল ও মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ২০২১-এর ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারীকরণের প্রতিবাদে তারা ধর্মঘটে সামিল হবে।এর জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। টেলিকম, ডাক, আয়কর, বীমা, ইস্পাত, কয়লা সহ অন্যান্য ক্ষেত্রেও স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হতে পারে। সংযুক্ত কিষাণ মোর্চা, বামপন্থী ছাত্র-যুব ও মহিলা সংগঠনগুলিও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে।
ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা
সোমবার,২৮/০৩/২০২২
839