ঝড় উঠেছে বালিগঞ্জে। ঘাসফুলের ঝড়। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। শনিবার বিকেলে ৬৫ নম্বর ওয়ার্ডে রোড শোতে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। দলের কর্মী-সমর্থকদের এই উন্মাদনা দেখে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী। ওয়ার্ডের অলিতে-গলিতে এই রোড শো যখন এগোতে থাকে এলাকার বাসিন্দারা ফুলের মালা, পুষ্প বৃষ্টিতে স্বাগত জানান ঘাসফুলের প্রার্থীকে। বাবুল সুপ্রিয় বলেন, দলের কর্মী-সমর্থকরা তাঁকে জেতাতে যেভাবে কোমড় বেঁধে নেমেছেন তা থেকে স্পষ্ট ১২এপ্রিল মানুষ কি রায় দেবেন। বিরোধীদের সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ বাবুল। এদিন বাবুলের সঙ্গে এই রোড শোতে অংশ নেন এবং নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হুডখোলা গাড়ির স্টিয়ারিং ধরলেন নিজেই। প্রচারে ঝড় তুললেন বাবুল সুপ্রিয়।
শনিবার,২৬/০৩/২০২২
793