বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই আহত ৮। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার আম বাজার ৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাসে। জানা গেছে, একটি বোলেরো গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়ি বিয়ে বাড়ি যাচ্ছিল চালকসহ দশজন। সেই সময় ইংরেজ বাজার থানার আম বাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি উল্টে যায়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মীর কোয়েল এবং ওই বোলেরো গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়। ঘটনায় আহত আট জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
(Refurbished) Dell Optiplex High Performance Desktop Computer (Intel Core i5 3470/ 16 GB RAM/ 1 TB HDD + 256 GB SSD/ Windows 10 Pro/ MS Office/ Intel HD Graphics/ USB/ Ethernet/WiFi), Black
Now retrieving the price.
(as of রবিবার,৩০/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More info)