উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আজ ভোর রাতে স্থানীয় শ্যামনগর নেহেরু মার্কেট এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ। ধৃতদের নাম বাপ্পা নস্কর, অভিজিৎ বিশ্বাস ও সুকুমার দাস। এদের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জগদ্দল থানায়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ
শুক্রবার,২৫/০৩/২০২২
989