চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছেড়েছেন ধোনি


শুক্রবার,২৫/০৩/২০২২
790

দু বারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি IPL চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছেড়েছেন। রবীন্দ্র জাদেজা দলের নতুন অধিনায়ক হয়েছেন। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ধোনি ২০০৮ থেকে চেন্নাই দলের অধিনায়ক রয়েছেন। মাঝে দু’বছর গড়াপেটার কারণে চেন্নাই নির্বাসনে থাকায় তিনি পুনে সুপার জায়ান্ট এর এক’বছর নেতৃত্ব দিয়েছেন। ধোনি আইপিএলে দীর্ঘ ১৩ বছর নেতৃত্ব এর দায়িত্ব সামলেছেন। আইপিএলে একমাত্র অধিনায়ক হিসেবে তাঁর দুশো ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির রয়েছে।শনিবার এবারের আইপিএলে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট