আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে এলেন সায়রা শাহ হালিম


বুধবার,২৩/০৩/২০২২
549

ঘোষণা হয়ে গিয়েছে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি ও কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন। শুরু হয়েছে একে একে মনোনয়ন জমা দেওয়ার পালা। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর বুধবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে এলেন সায়রা শাহ হালিম। নির্ধারিত সময় 12:30 কিছু পরে তিনি এসে পৌঁছান সার্ভে বিল্ডিং এর সামনে সেখানেই জরুরি দস্তাবেজ সইয়ের পর চলে যান নিজের মনোনয়ন জমা দিতে। তবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তার জয়ের জন্যে তিনিই যথেষ্ট আশাবাদী বলে জানালেন। আগামীকাল মনোনয়নের শেষ তারিখ। জানা গিয়েছে ওই দিন কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন জমা করবেন কামারুজ্জামান চৌধুরী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট