আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে ।শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক ওয়েদার থাকবে। রাতে তাপমাত্রা আরও কোনো পরিবর্তন হবে না। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সিটি দক্ষিণ আন্দামান সাগর এর ওপর অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে কুড়ি তারিখ সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তরের দিকে মুভমেন্ট করবে 21 তারিখ আরো একটু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর 22 তারিখ নাগাদ পৌছবে। যেহেতু সিস্টেমটা পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে রয়েছে তাই পশ্চিমবঙ্গের ওপর প্রভাব টা তেমন কিছু পরবে না। 22 তারিখে আমাদের রাজ্যে কিছুটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে।
21 তারিখ আরো একটু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
শনিবার,১৯/০৩/২০২২
870