কীটনাশক মেশানো মদ খেয়ে মৃত্যু হল ৪ জনের


বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
1098

দক্ষিণ শহরতলির বারুইপুরে ভুল করে কীটনাশক মেশানো মদ খেয়ে মৃত্যু হল ৪ জনের। আশঙ্কাজনক আরও ২ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আবগারি দপ্তর মদের নুমনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। মৃতেরা হল অশোক মণ্ডল- বারুইপুর, সাহেব হালদার-রায়দিঘি, রজত হালদার-রায়দিঘি ও মুনিম যাদব- ভোজপুর, বিহার। অসুস্থ গিরিধারী যাদব-বিহার ও জহির গাজি-বারুইপুর। গতকাল সন্ধ্যায় পোলট্রিফার্মের মধ্যে মদ্যপানের আসর বসায়। সেখানে মদের সঙ্গে জলের পরিবর্তে ভুল করে কীটনাশক মিশিয়ে ফেলে একজন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট