দক্ষিণ শহরতলির বারুইপুরে ভুল করে কীটনাশক মেশানো মদ খেয়ে মৃত্যু হল ৪ জনের। আশঙ্কাজনক আরও ২ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আবগারি দপ্তর মদের নুমনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। মৃতেরা হল অশোক মণ্ডল- বারুইপুর, সাহেব হালদার-রায়দিঘি, রজত হালদার-রায়দিঘি ও মুনিম যাদব- ভোজপুর, বিহার। অসুস্থ গিরিধারী যাদব-বিহার ও জহির গাজি-বারুইপুর। গতকাল সন্ধ্যায় পোলট্রিফার্মের মধ্যে মদ্যপানের আসর বসায়। সেখানে মদের সঙ্গে জলের পরিবর্তে ভুল করে কীটনাশক মিশিয়ে ফেলে একজন।
কীটনাশক মেশানো মদ খেয়ে মৃত্যু হল ৪ জনের
বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
1041