২০২২-এর প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’, আগামী সোমবার


বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
1038

২০২২-এর প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’, আগামী সোমবার ২১শে মার্চ, আন্দামান নিকোবরে আছড়ে পড়তে পারে বলে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট ও গভীর নিম্নচাপের রূপ নেবে। আজ সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর কেন্দ্রীভূত ছিল। ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর, সেটি ২২শে মার্চ সকাল নাগাদ বাংলাদেশ ও মায়ানমারের দিকে অগ্রসর হবে।এদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেড়েছে অস্বস্তিকর গরম। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে।আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট