কবিতা : চৈত্র রাঙা দোল


বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
5840

–অভ্র–
আজ গন্ধবিধুর সমীরণে,
রঙ লেগেছে পলাশবনে।
প্রকৃতির এই আয়োজনে,
ঝড় উঠেছে কুঞ্জবনে।
নৃত্য তালের ঝঙ্কারে,
হুংকার ওঠে দিগন্তরে।
আজি রঙের বাদরে,
অচেনা গভীর স্বরে,
ডাকছো কেন মোরে?
চৈত্র রাঙা দোলে,
ধরণীর অবাধ উচ্ছ্বলে।
হারাই নীপবনের ছায়াবীথিতলে,
তোমার হাসির জালে।
তোমার রঙিন উত্তরীয়,
গগণে উড়িয়ে দিও।
সকল দু:খ ভুলিয়ো,
আশার আলো জ্বালিয়ো।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট