এ রাজ্যেই হবে পড়ার ব্যবস্থা, সুযোগ মিলবে ইন্টার্নশিপের, ইউক্রেন ফেরতদের আশ্বাস মমতার


বুধবার,১৬/০৩/২০২২
580

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায়, সে জন্য ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)’-তে চিঠি লিখবে রাজ্য সরকার। এনএমসি আপত্তি করলে ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে দিল্লি গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে যুদ্ধের কারণে মাঝপথে পড়া থামিয়ে দেশে ফিরে আসতে হয়েছে বহু পড়ুয়াকে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রবল উৎকণ্ঠায় তাঁরা। এই পরিস্থিতিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাড়তি টাকা খরচ না করে এ রাজ্যে থেকেই পড়া শেষ করতে পারেন পড়ুয়ারা। সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেবে সরকার। তার জন্য মিলবে ভাতা। মমতার আশ্বাস, কারও যাতে বছর নষ্ট না হয়, তা দেখা হবে।

বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মোট ৩৯১ জন এ রাজ্যের পড়ুয়া ইউক্রেনে পড়াশোনা মাঝপথে থামিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী জানান, একে যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি পড়ুয়াদের ভবিষ্যৎ বাঁচাতে বেশ কয়েকটি পদক্ষেপের কথাও ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, ইউক্রেনে যে পড়ুয়ারা মেডিক্যালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়া মাঝপথে থামিয়ে বাড়ি ফিরেছেন তাঁদের জন্য অফলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারে সরকার। প্রথম বর্ষের কেউ নতুন করে শুরু করতে চাইলে বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট