মিতা নন্দী, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পুরসভার ইতিহাসে এই প্রথম! পুরপ্রধান আর সহকারী পুরপ্রধানের পদে এলেন তৃণমূল কংগ্রেসের বিজয়ী দুই মহিলা কাউন্সিলর। পুরপ্রধান হলেন কবিতা ঘোষ ও সহকারী পুরপ্রধান হলেন সুখী সরেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবনাথ হাঁসদা তাঁদের নাম ঘোষণা করেন। ঝাড়গ্রাম পুরসভায় ১৮টি ওয়ার্ড। এবার ১৬টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। শহরের রঘুনাথপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির কার্যালয়ে জয়ী কাউন্সিলরদের সংবর্ধনা দেয় জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানে দলনেত্রীর মনোনীত দুই মহিলা কাউন্সিলর কবিতা ঘোষ ও সুখী সরেনকে সর্বসম্মতভাবে সমর্থন করেন দলীয় কাউন্সিলররা। বৈঠকে ছিলেন সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গি, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, জেলা তৃণমূল সভাপতি তথা বিনপু্রের বিধায়ক দেবনাথ হাঁসদা প্রমুখ।
ঝাড়গ্রাম পুরসভার ইতিহাসে এই প্রথম !
বুধবার,১৬/০৩/২০২২
3944