১৬-ই মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের টিকা


মঙ্গলবার,১৫/০৩/২০২২
486

কেন্দ্রীয় সরকার, আগামী বুধবার ১৬-ই মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের টিকা দেওয়ার কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮, ০৯, ১০-এ যাদের জন্ম এবং যারা ইতোমধ্যেই ১২ বছর পেরিয়ে গেছে, তাঁদের টিকা দেওয়া হবে।হায়দ্রাবাদ ভিত্তিক বায়োলজিকাল ইভানসের তৈরী কর্বেভ্যাক্স টিকা এই বাচ্চাদের দেওয়া হবে।১৪ বছরের ওপর বাচ্চাদের ইতোমধ্যেই টিকা দেবার কাজ চলছে। সরকার আরও স্হির করেছে এখন থেকে ৬০ বছর বয়স হলেই এবং আনুষঙ্গিক কোনো রোগ না থাকলেও তাঁরা বুস্টার ডোজ পাবেন। ১৬-ই মার্চ থেকে এই নিয়ম বলবৎ হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট