বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জোরদার প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সাউথ ডিস্ট্রিক্টের অফিসাররা বৈঠক করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেন সঙ্গে। এই কেন্দ্রের যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে কিভাবে পোলিং বুথ করা যাবে তা নিয়ে প্রশ্ন রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আগামী ১২ এপ্রিল নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে মতামত গ্রহণ করল নির্বাচন কমিশনের সাউথ ডিস্ট্রিকের অফিসাররা।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৪৭ টি , মোট পোলিং স্টেশন ১১৯ টি সব বুথই থাকবে সিসিটিভির নজরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সোমবার সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। নির্বাচনের আগের ও পরের দিন পরীক্ষা রয়েছে। যেসব স্কুলে পরীক্ষা সেন্টার রয়েছে সেখানে কিভাবে পোলিং সেন্টার করা সম্ভব? বৈঠকে প্রশ্ন রেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাশীষ কুমার।
কমিশনারের আশ্বাস, উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাউথ ডিস্ট্রিক্ট নির্বাচনী আধিকারিক অবনীন্দ্র সিং বলেন, ইতিমধ্যেই যেখানে যেখানে পরীক্ষার সেন্টার রয়েছে তার তালিকা তৈরি করা হয়েছে। কোভিড বিধি মেনে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। সকাল ৮ টা থাকে রাত ৮ টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবে রাজনৈতিক দলগুলি। কোনভাবেই রাত ৮ টার পর থেকে সকাল ৮ পর্যন্ত কোনরকম নির্বাচনী প্রচার সংগঠিত করা যাবে না। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কোন বুথ স্পর্শকাতর’ বা অতি স্পর্শকাতর তা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। জানিয়েছেন নির্বাচন কমিশনেন সাউথ ডিস্ট্রিকের অফিসাররা।
জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণদেবীর মন্দির পর্ষদ বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প…
দিল্লীর জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। গতাকল রাত ১০ টায় এই গুণমান…
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান কংগ্রেসের সুবর্ণজয়ন্তী…
ছত্তিশগড়ে CBI, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তামান সিং সোনওয়ানিকে পি এস সি-র নিয়োগ…
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্প্রতি থ্রেট কালচার নিয়ে অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড হওয়া সাতজন ছাত্রছাত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ…
মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…