৯০ শতাংশ লিচু বাগানে মুকুল ফুটে গিয়েছে


রবিবার,১৩/০৩/২০২২
921

মালদা জেলার ৯০ শতাংশ লিচু বাগানে মুকুল ফুটে গিয়েছে।তবে সবটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার উপর। এখন পর্যন্ত জেলার আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল।পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো তাপমাত্রা ঠিকঠাক থাকায়, জেলার বাগানগুলোতে লিচুর ফুল ফুটতে অনেকটাই সাহায্য করছে। চলতি মরশুমের শীত বিদায় নেওয়ার সময় মালদা জেলায় বৃষ্টিপাত লিচু চাষের পক্ষে অনেকটাই সহায়ক হয়েছে। রেকর্ড ফলনের সম্ভাবনা করছেন জেলার লিচু চাষীরা। মালদা জেলা উদ্যানপালন দপ্তর আধিকারিক সামন্ত লায়েক জানান,মালদা জেলার কালিয়াচক ১,২ ও ৩ নম্বর ব্লকে সবথেকে বেশি লিচু বাগান রয়েছে। এছাড়াও মানিকচক ইংরেজবাজার, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, ও রতুয়া ১ নম্বর ব্লকের লিচু চাষ হয়। উদ্যানপালন দফতরের পক্ষ থেকে চলতি মরসুমে নতুন করে আরও ৩০ হেক্টর জমিতে লিচু চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট