জয়েনট এন্ট্রান্স এক্সামিনেশন মেন পরীক্ষার কারণে রাজ্যে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তিত হতে চলেছে। আগামীকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক বৈঠক করে নতুন সূচি জানানো হবে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী দোসরা এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি পরীক্ষার দিনে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা পড়ে যাওয়ায় সূচি পরিবর্তন করা হতে পারে বলে গত সপ্তাহে মুখ্য সচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সংসদের আধিকারিকদের বৈঠকে জানানো হয়েছিল।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তিত হতে চলেছে
সোমবার,০৭/০৩/২০২২
693