ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে ও সেনাবাহিনীর দায়িত্ব, কার্যকলাপ সম্পর্কে সকলকে অবহিত করতে সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শ্রীনগরে আজাদী কা অমৃত মহোৎসব পালনের মধ্যে দিয়ে যুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্র নিয়ে আজ এক প্রদর্শনীর আয়োজন করা হয় । যুদ্ধে ব্যবহৃত এ কে ৪৭, এক্স ৯৫, ৫১ মোটর, এল এম জি, ইন্সাস রাইফেল, টেলিস্কোপ রাইফেল এর কার্যকারিতা ও ব্যবহার সাধারণ নাগরিকদের মধ্যে প্রচার করেন সিআরপিএফের জওয়ান ও আধিকারিকরা।সমরাস্ত্র প্রদর্শনী শিবিরে উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড শ্রীমতী রবি কলা,ইন্সপেক্টর বাসুদেব ঘোষ,এএসআই ফিরাজুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট এস এন মণ্ডলের নেতৃত্বে।
সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে “আজাদী কা অমৃত” মহোৎসব পালন
সোমবার,০৭/০৩/২০২২
797