হুগলীর ফুরফুরা শরীফে ধর্মীয় অনুষ্ঠান ‘ঈসালে সওয়াব’ -এ আজ ভক্তদের উপচে পড়া ভিড়। তিন দিনের এই অনুষ্ঠানে বহু ধর্মপ্রাণ মুসলিম ভক্তের সমাগম হয়েছে। শুরু হয়েছে জেকেরের মজলিস। শতাধিক বছর আগে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের প্রচলন করেন পীর আবু বকর সিদ্দীক। এই ধর্মীয় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ধর্মীয় অনুশীলনের মধ্যে দিয়ে আত্মশুদ্ধি করা।
ফুরফুরা শরীফে ধর্মীয় অনুষ্ঠান ‘ঈসালে সওয়াব’ -এ আজ ভক্তদের উপচে পড়া ভিড়
সোমবার,০৭/০৩/২০২২
836