দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, সিবিআই জাতীয় শেয়ারবাজার NSE র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ম্যানেজিং ডিরেক্টর চিত্রা রামকৃষ্ণকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে। গতকাল সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। আজ চিত্রা রামকৃষ্ণকে আদালতে তোলা হবে। দিল্লির একটি আদালত গত শনিবার তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, NSE-র ম্যানেজিং ডাইরেক্টর পদে থাকাকালীন চিত্রা হিমালয়ের এক সাধুর পরামর্শে কাজ করতেন বলে জিজ্ঞাসাবাদের মুখে জানান।
NSE র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চিত্রা রামকৃষ্ণকে দিল্লি থেকে গ্রেপ্তার
সোমবার,০৭/০৩/২০২২
476