এবছরের আই পি এল-এর সময়সূচী ঘোষণা


সোমবার,০৭/০৩/২০২২
744

এবছরের আই পি এল-এর সময়সূচী ঘোষণা করা হয়েছে। মুম্বাই ও পুনেতে ৭০-টি লীগ ম্যাচ ও চারটি প্লে-অফ হবে। চলবে ৬৫ দিন ধরে। ২৬-শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে গতবারের চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। এবছর ১০-টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে আই পি এল-এ খেলবে বলে বিসিসি আই জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট