আন্তর্জাতিক কলকাতা বইমেলা দুই বাংলার মৈত্রী ও সংস্কৃতির আঁতুরঘর


শনিবার,০৫/০৩/২০২২
3372

আন্তর্জাতিক কলকাতা বইমেলা দুই বাংলার মৈত্রী ও সংস্কৃতির আঁতুরঘর। এবছর তা যেন আরও বেশি করে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সৌজন্যে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন। কলকাতা আন্তঃর্জাতিক বইমেলার এবারের ফোকাল থিম বাংলাদেশ। দু’দিন ধরে মেলা প্রাঙ্গণে পালিত হল বাংলাদেশ দিবস। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দুই বাংলার অতিথি অভ্যাগতরা। অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সেতুতে বাঁধা পড়লেন সকলে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডঃ দীপু মনি বলেন, দুই বাংলার মানুষের মধ্যে যে ভালোবাসার চিরাচরিত সম্পর্ক, বইমেলায় বাংলাদেশ থিম কান্ট্রি হওয়ায় তা আরও ফুটে উঠেছে।
বাংলাদেশ দিবসে বই প্রকাশ সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি সহ দুই বাংলার বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানেও দুই বাংলায় শিল্পীরা অংশ নেন। এদিন ডঃ দীপু মনি বলেন, শুধু ভারত বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আমাদের ভবিষ্যৎটাও একসঙ্গে সম্পৃক্ত। দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট