বিশ্বের মধ্যে সর্ববৃহৎ “সোলার ট্রি” স্থাপিত হলো মেদিনীপুরে


শুক্রবার,০৪/০৩/২০২২
9030

বিশ্বের মধ্যে সর্ববৃহৎ “সোলার ট্রি” স্থাপিত হলো মেদিনীপুরে। আজ, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট- এর সহযোগিতায় মেদিনীপুরে, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে ১১.৫ কিলোওয়াট পিক-পাওয়ারের একটি সোলার ট্রি বসানো হয়েছে। ৩৫থেকে ৪৫ ইউনিট, “গ্রীন এন্ড ক্লিন এনার্জি” উৎপাদন করতে পারা এই সোলার ট্রি -টিতে ৩৩০ ওয়ার্ড পাওয়ার ক্ষমতাসম্পন্ন ৩৫টি সোলার প্যানেল রয়েছে। এই ‘সোলার ট্রি’ টি থেকে উৎপাদিত বিদ্যুৎ মহাবিদ্যালয় এর চাহিদাকে আংশিকভাবে মেটাতে সক্ষম বলে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী লাহা দাবি করেছেন। সেই সঙ্গেই তিনি জানান, চাহিদার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হলে তা পাওয়ার গ্রিডে পাঠিয়ে দেওয়া সম্ভব। জীবাশ্ম জ্বালানির তুলনায় এই “সোলার ট্রি” টি ১০থেকে ১২ টন কম পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে পরিবেশের সহায়ক হবে। সিএসআইআর দুর্গাপুরের অধিকর্তা ড. হরিশ হিরানী জানান, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ “সোলার ট্রি” এটি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট