উলুবেড়িয়া পুরসভা ফের তৃণমূলের দখলে ৩২ টি ওয়ার্ডের মধ্যে ২৮ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।তার মধ্যে ১ টি ওয়ার্ডে সিপিআইএম, ১ টি ওয়ার্ডে বিজেপি, ১ টি ওয়ার্ডে কংগ্রেস ও ১ টি ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। গতবারে উলুবেড়িয়া পুরসাভায় ২৪ টি ওয়ার্ড তৃণমূলের দখলে ছিল।এবারের আরও ৪ টি ওয়ার্ড নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা ২৭ নং ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অভয় দাস বলেন নির্বাচনের দিন বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করছিল যদি সত্যিই সন্ত্রাস চালাত তৃণমূল কংগ্রেস তাহলে ৪ টি ওয়ার্ড অন্যান্য দল পেত না।
উলুবেড়িয়া পুরসভা ফের তৃণমূলের দখলে
বুধবার,০২/০৩/২০২২
5455