রাজ্যে, এবার থেকে জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। স্বাস্থ্য দফতর, এর জন্য একটি পৃথক পোর্টাল তৈরি করতে চলেছে। সেখানে শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর যাবে, পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্যগত পরিবর্তনের জন্য পোর্টালের মাধ্যমেই আবেদন জানানো যাবে। ওই পোর্টাল পরিচালনা জন্য প্রশিক্ষণ দিতে, দফতরের তরফে সমস্ত জেলার স্বাস্থ্য কর্তাদের চিঠি দেওয়া হয়েছে।বেশ কিছু জেলায়, ইতিমধ্যেই বার্থ ও ডেথ সার্টিফিকেট সংক্রান্ত পোর্টাল চালু হয়েছে। হাওড়া এবং মালদা জেলার নির্দিষ্ট কিছু ব্লক, পুরসভাতে এই পোর্টাল কাজ করছে। এবার কেন্দ্রীয়ভাবে তা’, চালু হতে চলেছে।
রাজ্যে, এবার থেকে জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে
মঙ্গলবার,০১/০৩/২০২২
706