রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভার ভোট গণনা।গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা রয়েছে।অন্যান্য জায়গার মতো উত্তর চব্বিশ পরগনার পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। দমদম, বরানগর কামারহাটি ,পানিহাটি,খড়দহ, দক্ষিণ দমদম এই ছয় পৌরসভার পৌর নির্বাচনের ভোট গণনা কেন্দ্র গুরু নানক ডেন্টাল কলেজ। প্রত্যেক পৌরসভার তিনটি করে গণনা কক্ষ এবং এক একটি কক্ষে আটটি করে টেবিল গণনার কাজে ব্যবহার হবে।
রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভার ভোট গণনা
মঙ্গলবার,০১/০৩/২০২২
678