ইউক্রেন থেকে দেশে ফিরলেন নকশালবাড়ির প্রথম বর্ষের ডাক্তারী পড়ুয়া যুবরাজ মিশ্র।ইউক্রেনের উজগ্রোথ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী যুবরাজ।উজগ্রোথ থেকে ২৭ কিলোমিটার হাঙ্গেরিতে বাসে করে বুদাপেষ্ট হয়ে নতুন দিল্লি থেকে এদিন বাগডোগরা এয়ারপোর্টে নামেন যুবরাজ।ভারতীয় দূতাবাস থেকে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান তিনি।এদিন শিলিগুড়ি মহকুমাশাসক ও পরিবারের সদস্যরা বিমানবন্দরে স্বাগত জানান।
ইউক্রেন থেকে দেশে ফিরলেন নকশালবাড়ির ডাক্তারী পড়ুয়া
সোমবার,২৮/০২/২০২২
1995