নদীয়ার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ এর হালদারপাড়া থেকে BSF এক পাচারকারীসহ ৮২ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেছে। ওই বিস্কুটগুলির ওজন ১৫৯০ গ্রাম। গত শুক্রবার সীমান্ত এলাকায় BSF পাহারা দেওয়ার সময় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে ও পাচারকারী অধীর হালদারকে আটক করে । কর্তব্যরত জওয়ানরা অধীরকে ধরলে আশপাশের স্থানীয় মানুষজন জোরপূর্বক তাকে BSF এর হাত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। BSF শূন্যে গুলি চালালে স্থানীয় মানুষজন পালিয়ে যায়। BSF অধীরকে উদ্ধার করে নিয়ে কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়। এদিকে উদ্ধার সোনার বিস্কুটগুলি বানপুর কাস্টমসের হাতে তুলে দেয় BSF।
BSF এক পাচারকারীসহ ৮২ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার
রবিবার,২৭/০২/২০২২
586