আগামীকাল রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ৩টি পুরসভার ভোট গ্রহণ করা হবে। ৩টি পুরসভার মোট ওয়ার্ড ৫৫টি। মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৫৬২ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৬৮টি।প্রতিদ্বন্দীতার আসলে রয়েছেন ১৯৭জন প্রার্থী,৩টি পুরসভাই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আজ তমলুক, কাঁথি ও এগরা মহকুমাশাসকের কার্যালয়ে নির্মিত ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিলি করা হয়। প্রত্যেকটি পুরসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকর্মীরা কোভিড বিধি মেনে ভোট গ্রহণ করবেন। বুথগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পূর্ব মেদিনীপুর জেলার ৩টি পুরসভার ভোট গ্রহণ আগামীকাল
শনিবার,২৬/০২/২০২২
555