মোদী অবিলম্বে ইউক্রেনে সবরকম হিংসার অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন


শুক্রবার,২৫/০২/২০২২
1196

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে ইউক্রেনে সবরকম হিংসার অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন। আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে সনালিস্ট সব পক্ষকে ও তিনি আহ্বান জানান।ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী গতরাতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাষ্ট্রপতি পুতিন, ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে শ্রী মোদীকে অবহিত করেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রী মোদী, ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিক, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা রুশ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। ভারত যে তাঁদের নিরাপদে দেশে ফেরার ওপরেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, সে কথাও তিনি স্পষ্ট জানিয়েছেন।পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের আধিকারিক ও কূটনীতিবিদরা নিয়মিত যোগাযোগ রেখে চলবেন বলেও উভয় নেতা সম্মত হয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট