বীরভূমের দেউচা-পাচামি কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতা ২০৩ জনের মধ্যে ছ’জনের হাতে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনর্বাসন প্যাকেজ তুলে দেন। বাকিদের তা’ দেওয়া হবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে।শিল্পপতি, বণিকসভার প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আজ জানান, রাজ্য সরকার শিল্প পরিকাঠামোর উন্নতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিচ্ছে। আগামী দিনে, দেউচা-পাচামি, তাজপুর ও কুলপীর গভীর সমুদ্র বন্দর, জঙ্গল সুন্দরীর মতো নানা প্রকল্পে বহু মানুষের কর্ম সংস্থান হবে। নতুন শিল্পের ক্ষেত্রে দমকল ও পরিবেশ দপ্তরকে আরো দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনর্বাসন প্যাকেজ
বুধবার,২৩/০২/২০২২
766