অতিমারী পরবর্তী সময়কালে দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে সহায়তা জোগাতে এবং বাণিজ্য ক্ষেত্রকে শক্তিশালী করতে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। মুম্বাইয়ে গতকাল বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে বাজেট পরবর্তী আলোচনায় অংশ নিয়ে তিনি অতিমারী সত্ত্বেও আর্থিক বাজারের স্থিতিশীলতার প্রতি সন্তোষ ব্যক্ত করেন। উৎপাদনশীল বিনিয়োগের জন্য সম্পদের সর্বাধিক কার্যকর ব্যবহারে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়িয়ে তুলতে তিনি আবেদন জানান। অর্থনীতিকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাজেটে পরিকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী নির্মলা সীতারামন শিল্পপতিদের প্রতি আহ্বান
মঙ্গলবার,২২/০২/২০২২
538