উত্তর কলকাতার গৌরী বাড়ি লেনের প্রাচীন ইসকন মন্দির সংস্কার করার পর নবরূপে সজ্জিত ইসকন মন্দির গতকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। নবরূপে সংস্কার হওয়া ওই ইসকন মন্দিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন ইসকন মঠের সাধু-সন্ন্যাসীরা। শশী পাঁজা বলেন সারাবিশ্বে ইসকনের ভক্তরা রয়েছেন। নবরূপে তৈরি এই মন্দির ইসকনের ভক্তদের পাশাপাশি কলকাতা ও সারা ভারতের গৌরব বলে তিনি মন্তব্য করেন।উল্লেখ্য, গৌরী বাড়ি লেনে ১৯১৮ সালের প্রথম দিকে ইসকনের প্রথমে এই মঠ প্রতিষ্ঠিত হয় বলে ইসকন মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
নবরূপে সজ্জিত ইসকন মন্দির গতকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে
মঙ্গলবার,২২/০২/২০২২
1148