CBI এর বিশেষ আদালত RJD’র প্রধান লালুপ্রসাদ যাদবকে ১শো৩৯ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। এর আগে গতকাল CBI আদালতে লালুপ্রসাদ এবং CBI আইনজীবীদের মধ্যে সওয়াল জবাব চলে। বিশেষ আদালত দোষী সাব্যস্ত ৩৮ জনেরই সাজা ঘোষণা করেছে।
লালুপ্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড
মঙ্গলবার,২২/০২/২০২২
507