বনদপ্তরের খাঁচায় দক্ষিণরায়


মঙ্গলবার,২২/০২/২০২২
392

বনদপ্তরের খাঁচায় দক্ষিণরায়। বেশ কয়েকদিন ধরে বিদ্যাধরী নদীর চর এলাকায় লাভা ভুবনেশ্বরী জঙ্গলে ঘোরাফেরা করছিল বাঘ। আর সেখানেই ভুবনেশ্বরী জঙ্গলে বনদপ্তর এর পক্ষ থেকে পাতা হয়েছিল জাল। সেই জালে এবার ধরা পরল প্রাপ্তবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। মথুরাপুর দু’নম্বর ব্লকের পূর্বশ্রীধরপুর ভুবেনেশ্বরী চরে ধরা পড়ে দক্ষিণারায় । রায়দিঘির ঝড়খালিরেঞ্জে যায় বন দপ্তর আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট