সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনজি এং হেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর


রবিবার,২০/০২/২০২২
623

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে, সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনজি এং হেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক এবং আসিয়ান সম্পর্কিত প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। বিদেশ মন্ত্রী, প্রাক্তন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এক টুইট বার্তায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক চিন্তা-ভাবনা নিয়ে ম্যাটিসের দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেছেন। ডঃ জয়শঙ্কর, ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক একটি প্যানেল আলোচনাতেও যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে আজ তিনি ফরাসি বিদেশ মন্ত্রী জ্যা ইভেস লা দ্রিয়ান এর সঙ্গে প্যারিসে বৈঠকে বসবেন। ইউরোপীয় ইউনিয়নের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক মন্ত্রীগোষথীর বৈঠকেও যোগ দেবেন ডঃ জয়শঙ্কর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট