চার দিনের রঞ্জি ট্রফির খেলার আজ শেষ দিন


রবিবার,২০/০২/২০২২
544

চার দিনের রঞ্জি ট্রফির খেলার আজ শেষ দিনে কটকে বাংলা ৮ উইকেট হাতে নিয়ে খেলতে নামবে। অভিমন্যু ঈশ্বরণ ৭৯ এবং অনুস্টুপ মজুমদার ২২ রানে অপরাজিত আছেন। বাংলাকে আরো ২০৩ রান করতে হবে। এরআগে বরোদার দ্বিতীয় ইনিংস ২৫৫ রানে শেষ হয়। ঈশান পোড়েল ও আকাশদীপ তিনটি করে করে উইকেট নিয়েছেন। অন্য ম্যাচে ত্রিপুরা ৬ উইকেট হাতে নিয়ে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নামবে। দলের পক্ষে বিশাল ঘোষ অপরাজিত ১৩৬ রান এবং শমিত গোহিল ১২২ রান করেছেন। এর আগে হরিয়ানা প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট