ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিবাদী ছাত্র আন্দোলনের কর্মী আনিস খানের খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমতা বাজার ,বাসস্ট্যান্ডে মিছিল সহ আমতা থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করা হয় ৷ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIDSO-র রাজ্য সভাপতি সামসুল আলম ,রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন জানা, হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক সেক মহম্মদ মাসুদ , জেলা সভাপতি কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা৷ বিক্ষোভ মিছিলে রাজ্য সভাপতি কমরেড শামসুল আলম বলেন- আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র এবং বিভিন্ন আন্দোলনের প্রতিবাদী মুখ আনিস খানকে তাঁর বাড়িতে ঢুকে যেভাবে হত্যা করা হয়েছে, তাঁর নিন্দার ভাষা নেই। প্রায় ৪৮ ঘন্টা পরেও ওই মৃত্যুর কিনারা করতে না পারার জন্য পুলিশ প্রশাসনকে ধিক্কার জানান। একই সঙ্গে এই খুনের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
আনিস খানের খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমতা থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি
রবিবার,২০/০২/২০২২
5662