আজ খুব শোকাহতের দিন। প্রয়াত হয়েছেন সাধন পান্ডে। মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলেছেন। শোক প্রকাশ করেছেন। রাতে মৃতদেহ কলকাতায় আসবে। শশী পাঁজা, সুজিত বসু উপস্থিত থাকবেন। কাল রাজ্য বিধানসভার সদস্যরা ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা জানাবেন। ১২ টায় নিয়ে যাওয়া হবে। পরে নিমতলা শ্মশানে শেষকৃত্ত সম্পন্ন হবে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পরিস্কার। সবাই তো প্রার্থী হতে পারে না। অনুরোধ করা হয়েছিল দলীয় প্রার্থীর সমর্থনে লিখিত ভাবে প্রচার করুন। এর পরেও যারা দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তাদের সবাইকেই শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে। যারা রাজ্যকে টুকরো করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। বিজেপির এক দঙ্গল নেতার কথার তো উত্তর দেওয়া যায় না। নির্বাচনে যখনই প্রতিদ্বন্দ্বিতা করি তখনই নানারকম ভাবে আমাদের বিরুদ্ধে করা হয়। কোন নির্দলই জিতবে না। দলেও ফিরতে হবে না। আমাদের দল যথেষ্ট শক্তিশালী দল। যখন যোাকে প্রয়োজন হয তখন তাক?হর পরামৃশ নেওয়া হয়।
আজ খুব শোকাহতের দিন : পার্থ
রবিবার,২০/০২/২০২২
606