জমজমাট রবিবাসরীয় প্রচার


রবিবার,২০/০২/২০২২
459

রবিবার সকালে বৈদ্যবাটির বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের নিয়ে প্রচার করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তার প্রচারে চাপদানির বিধায়ক অরিন্দম গুইনএবং বৈদ্যবাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুবীর ঘোষ সঙ্গে ছিলেন। এদিন প্রচারের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বাবু আই পাকের তীব্র সমালোচনা করলেন , তিনি জানান দালালি সময় অনেককে পাওয়া যায় কিন্তু কাজের সময় কাউকেই পাওয়া যায় না আমরাই শিরদাঁড়া সোজা করে কাজ করি। সঙ্গে সঙ্গে না করে বলেন ভোটের ময়দানে বিধায়ক রা টিকিটের জন্য তদবির করতে পারেন, কিন্তু যখন প্রচার হয়, তৃণমূল প্রার্থীদের জেতাতে সময় হয় তখন কিন্তু তাদের পাশে পাওয়া যায় না। এর সঙ্গে সঙ্গে যেসব যেসব ওয়ার্ডে তৃণমূল কর্মীরা দলের বিরোধীতা করে নির্দল হিসাবে দাঁড়িয়েছে তাদের দল সাসপেন্ড করেছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।তাঁর কথায় টিকিট নাও পেতে পারি তাবলে দল বিরোধী কাজ কেন করব। এদিনের এই পদযাত্রায় কে ঘিরে স্থানীয় এলাকায় বিপুল পড়েছিল স্থানীয় এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট