স্বামী প্রনবানন্দের আবির্ভাব তিথিতে প্রনব রথ মন্মথপুরে


রবিবার,২০/০২/২০২২
525

মাঘীপূর্ণিমা ও যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রনব রথ বার করল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির। দু দিনের এই অনুষ্ঠানে রীতি মেনে রথের মহারথী হিসাবে শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং সারথী হিসাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেজে জগতের কল্যান কামনায় দৈবশক্তির সাথে ভক্তের মিলন স্থাপনে বিশেষ ভুমিকা গ্রহণ করেন৷ 
সপ্তম বর্ষের এই প্রনব রথ দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত কাকদ্বীপ ব্লকের বিজননগর – দুর্গানগর বিশালাক্ষ্মী মন্দির থেকে মন্মথপুর প্রণব মন্দির হয়ে  গিরিরচক মনসা মন্দির, বাঁশতলা কালনাগিনী নদীর তীর থেকে দুর্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দির  হয়ে মন্মথপুর হিন্দু মিলন মন্দিরে শেষ হয়। প্রণব রথে এলাকার বিভিন্ন  গ্রাম থেকে অসংখ্য ভক্ত যোগদান করেন৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট