কলকাতা পুলিসের পদক প্রাপকদের নাম ঘোষণা


শনিবার,১৯/০২/২০২২
546

রাজ্য সরকার ২০১৮ ও ২০১৯ সালে কলকাতা পুলিসের পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে। প্রতিবছর রাজ্য সরকার কর্ম ক্ষেত্রে নিষ্ঠা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দক্ষ পুলিশ কর্মীদের সম্মানিত করে যদিও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এতদিন কলকাতা পুলিশের পদক প্রদান স্থগিত রাখা হয়েছিল। ২০১৯ সালের ‘নিষ্ঠা’ পদক প্রাপকদের মধ্যে রয়েছেন, কলকাতা পুলিসের STF’এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অতনু বন্দ্যোপাধ্যায়, গুন্ডাদমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুশান্ত ধর এবং ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অমিতকুমার নাথ। পাশাপাশি, প্রশংসাপদক প্রাপকদের মধ্যে রয়েছেন, তিলজলা থানার OC বিশ্বক মুখোপাধ্যায়, পাটুলি থানার OC প্রজ্জ্বল মুখোপাধ্যায় এবং গোয়েন্দা বিভাগের OC অমিত দে সরকার। তেমনি ‘সেবা’ পদক পেয়েছেন গোয়েন্দা বিভাগের তিন মহিলা OC তন্দ্রিমা গুপ্ত, শুক্লা সিনহা রায়, শৃঙ্খলা শর্মা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট