সাংবাদিক রভীশ তিওয়ারীর মাত্র ৪০ বছর বয়সে জীবনাবসান


শনিবার,১৯/০২/২০২২
274

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরিষ্ঠ সাংবাদিক রভীশ তিওয়ারীর মাত্র ৪০ বছর বয়সে জীবনাবসান হয়েছে। গত বছর জুন মাস থেকে তিনি ক্যান্সারে ভুগছিলেন। আই আই টি বম্বে থেকে স্নাতক রভীশ কম্পারেটিভ সোশ্যাল স্টাডিজ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। রাজনীতিই ছিল তাঁর সাংবাদিকতার পছন্দের ক্ষেত্র।

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রভীশ তিওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক ট্যুইট বার্তায় শ্রী কোভিন্দ জানান, রভীশ তিওয়ারীর কাছে সাংবাদিকতা ছিল অনন্য এক আবেগ। রাষ্ট্রপতি বলেন, রিপোর্টিং এবং তীক্ষ্ণ মন্তব্যের জন্য তাঁর দক্ষতা ছিল ঈর্ষনীয়। রভীশের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু, সংবাদ মাধ্যমে একটি স্বতন্ত্র কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেবে। প্রধানমন্ত্রীও ট্যুইট করে জানিয়েছেন, সংবাদিকতা জগতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান হলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট