জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ, লস্কর ই তৈবার ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স ও জি ডাব্লিউতে জড়িত থাকার অভিযোগে শিমলার পুলিশ সুপার আই পি এস আধিকারিক অরবিন্দ দ্বিগবিজয় নেগিকে গ্রেপ্তার করেছে। ধৃত আই পি এস আধিকারিক আগে এন আই এর সঙ্গে যুক্ত ছিল। এক বিবৃতিতে এন আই এ জানিয়েছে, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের অঙ্গ হিসেবে লস্কর ই তৈবার ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক ছড়িয়ে দেবার তদন্তে গত বছর নভেম্বরে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় এন আই এ আগেও ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল।
আই পি এস আধিকারিক অরবিন্দ দ্বিগবিজয় নেগিকে গ্রেপ্তার
শনিবার,১৯/০২/২০২২
337